Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a Glance

আয়তন

ফাঁসিয়াখালী ইউনিয়নের আয়তন ৪৭,৩৬০ একর (১৯১.৬৬ বর্গ কিলোমিটার)।[] এটি লামা উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।

জনসংখ্যা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ফাঁসিয়াখালী ইউনিয়নের লোকসংখ্যা ১৬,৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ৮,৮১০ জন এবং মহিলা ৭,৮৫৯ জন।[১]

অবস্থান ও সীমানা

লামা উপজেলার সর্ব-দক্ষিণে ফাঁসিয়াখালী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে লামা পৌরসভারূপসীপাড়া ইউনিয়ন ও আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন, দক্ষিণে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন, পশ্চিমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নফাঁসিয়াখালী ইউনিয়ন, চকরিয়া ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন এবং উত্তরে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

ফাঁসিয়াখালী ইউনিয়ন লামা উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লামা থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ৩০০নং নির্বাচনী এলাকা পার্বত্য বান্দরবান এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:

  • অংহ্লারী পাড়া
  • ইয়াংছা পাড়া
  • ইয়াংছামুখ হেডম্যানপাড়া
  • ঠাণ্ডাঝিরি বনফোড়
  • ডান হাতিরছড়া
  • ত্রিডেবাপাড়া
  • দোছড়ি মগপাড়া
  • নাইক্ষিংমুখ
  • পাগলীর আগা
  • ফাঁসিয়াখালী ১নং রিফুজিপাড়া
  • ফাঁসিয়াখালী ২নং রিফুজিপাড়া
  • ফাঁসিয়াখালী ৩নং রিফুজিপাড়া
  • ফাঁসিয়াখালী হেডম্যানপাড়া
  • বনপুর
  • বড় ছনখোলা
  • বাম হাতিরছড়া
  • মালুমা
  • রাঙ্গাঝিরি
  • রামথুইপাড়া
  • লাইল্যারমার পাড়া
  • সাপের ঘাটা
  • হায়দারনাশী

শিক্ষা ব্যবস্থা

ফাঁসিয়াখালী ইউনিয়নের স্বাক্ষরতার হার ২৬.৭৯%।[১] এ ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়

 

মাদ্রাসা

 

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

  • হারগাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

 

প্রাথমিক বিদ্যালয়

  • অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ইয়াংছা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ইয়াংছামুখ হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ঠাণ্ডাঝিরি বনফোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ডান ও বাম হাতিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ত্রিডেবাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দোছড়ি মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • নাইক্ষিংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাগলীর আগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাঁসিয়াখালী ১নং রিফুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাঁসিয়াখালী ৩নং রিফুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাঁসিয়াখালী শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফাঁসিয়াখালী হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড় ছনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মালুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গাঝিরি মোহাম্মদ ইউনুছ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রামথুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লাইল্যারমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাপের ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

যোগাযোগ ব্যবস্থা

ফাঁসিয়াখালী ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল লামা-ডুলাহাজারা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম জীপগাড়ি।

খাল ও নদী

ফাঁসিয়াখালী ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলেছে ইয়াংছা খাল।

হাট-বাজার

ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রধান প্রধান হাট-বাজারগুলো হল ইয়াংছা বাজার, কুমারী বাজার, দুলাহাজারা বাজার এবং বাইন্যারছড়া বাজার।[]

জনপ্রতিনিধি

  • বর্তমান চেয়ারম্যান: জাকের হোসেন মজুমদার[৫]

 

সরকারী কর্মচারীবৃন্দ

  • মো: শহীদ হোছাইন- সচিব
  • মো: ফজল কাদের- হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেট।